দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘খালেদা জিয়া সাড়ে পনের আনা পাকিস্তানি। বাঙালির উৎসব আনন্দে তারা মন দিয়ে যোগ দিতে পারেন না। তাদের (বিএনপি) বাংলাদেশের রাজনীতি তো দূরের কথা, দেশেই থাকতে দেওয়া উচিত না। খবর নিলে দেখা যাবে, তিনি হয়তো এখনও ঘুম থেকেই ওঠেননি।’

সোমবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর আওয়ামী লীগের র‌্যালিপূর্ব এক সমাবেশে সকাল সাড়ে ৭টার দিকে এ সব কথা বলেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়মী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল এবং কেন্দ্রীয় কারযনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ মহানগর শাখার প্রায় সকল নেতা উপস্থিত ছিলেন।

কামরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ জাতীয় উৎসবগুলো আনন্দ নিয়ে পালন করতে পারে। এ জন্যই পাঁচ বছর পরপর বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে।’

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় বৈশাখী র‌্যালি শুরু হয়ে সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু এভিনিওয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

(দ্য রিপোর্ট/বিকে/এসবি/এজেড/এপ্রিল ১৪, ২০১৪)