দিরিপোর্ট প্রতিবেদক : বস্ত্র খাতে দেশ গার্মেন্টসের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০১৩ সমাপ্ত (জুলাই’১৩-সেপ্টেম্বর’১৩) প্রথম প্রান্তিকে দেশ গার্মেন্টসের কর পরবর্তী মুনাফা ৪ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা।

আগের বছর একই সময়ে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা ছিল ৪০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.০১ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৫ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা।

(দিরিপোর্ট/কেএইচ/ এইচএসএম/নভেম্বও ১৭, ২০১৩)