যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে পহেলা বৈশাখ উদযাপন
দ্য রিপোর্ট প্রতিবেদক : নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউইয়র্কের বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ ১৪২১ উদযাপন করেছে।
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিউইয়র্কের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি লিডার থেকে শুরু করে সর্বস্তরের বাঙালিরা অংশ নেন। নাচ ও গানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় ঐহিত্যবাহী বাঙালি খাবার পরিবেশনের মাধ্যমে।
(দ্য রিপোর্ট/সাআ/এসবি/এপ্রিল ১৪, ২০১৪)