চট্টগ্রামে নববর্ষের শোভাযাত্রা
চট্টগ্রাম অফিস : অশুভকে বিদায় জানাতে আর নতুনকে বরণ করে নিতে চট্টগ্রামে চারুকলা ইনিস্টিটিউটের বটতলায় সোমবার সমবেত হয়েছিল হাজারো মানুষ।
রঙ-বেরঙের মুখোশ, শোলার পাখি, পেঁচা, প্রজাপতি, খরগোশ ও টপা পুতুলের সঙ্গে ঢালঢোল বাঁশি বাজিয়ে, লাঠি-বর্শা, তীর-ধনুক হাতে হাজারো মানুষের অংগ্রহণে শোভাযাত্রা বের করা হয় সকাল সাড়ে দশটায়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দুপুর ১২টার দিকে আবারো চারুকলায় গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার। শোভাযাত্রার অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল দেশিয় ঐতিহ্যে লালিত বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী নাসিমা সুলতানা জানান, আমরা চাই দেশবাসী বাঙালির শিল্প-সাহিত্য-ঐতিহ্য নিয়েই চলবে। কিন্তু অশুভ শক্তি চায় এগুলো মরে যাক। আমরা বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চাই যুগ-যুগান্তর। মূলত এ বিষয়টিকে মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে।
এ দিকে চারুকলা ইনস্টিটিউটের বৈশাখী আয়োজনের মধ্যে রয়েছে- লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, ফানুস ও আতশবাজি পোড়ানো, সন্ধ্যায় নৃত্য অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএইচও/এসবি/এপ্রিল ১৪, ২০১৪)