চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চলছে বর্ষবরণ
চট্টগ্রাম অফিস : বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে নতুন বছরকে বরণ করে নিচ্ছে মানুষ। নতুনের আবাহনে, নতুনের যাত্রায় এক হতে সোমবার ভোর থেকে রাস্তায় নেমেছে চট্টগ্রামের মানুষ।
নগরীর ডিসি হিলে সকাল ৭টায় রাগসঙ্গীত ও ঢোলের বাজনার মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজন শুরু হয়। এর পর থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দলীয় সঙ্গীত, বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য পরিবেশিত হচ্ছে। দিনভর বর্ষবরণের এ আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ।
ডিসি হিলের বাইরের রাস্তায় বর্ষবরণকে কেন্দ্র করে বসেছে বৈশাখী মেলা। সেখানে বিভিন্ন ধরনের খাবার, শিশুদের খেলনাসহ গ্রামীণ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অন্য দিকে সকাল সাড়ে ৭টায় সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় মিহির কানুনগোর সেতার বাদনের মধ্য দিয়ে।
এর পর একে একে উদীচী, রক্তকরবী, সঙ্গীত পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা উপভোগ করছে হাজারো মানুষ। সিআরবিতে বিকেল ৩টায় সাহাব উদ্দিনের বলী খেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সঙ্গীত, নৃত্য, আদিবাসী ঐতিহ্য উপস্থাপন, ফ্যাশন শো, মুকাভিনয়, ঐতিহ্যবাহী বলী খেলা, লাঠি খেলা, কাবাডি, বউচি খেলা, পুতুলনাচ, গ্রামীণ মেলাসহ নানা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা পালন করছে নববর্ষ।
পতেঙ্গা সমুদ্র সৈকতে সোমবার সকাল থেকে মানুষের ভিড় শুরু হয়েছে। সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন সেখানে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ দিকে সিটি কর্পোরেশন বাটালী রোডের রেলওয়ে হাসপাতাল কলোনি স্কুল মাঠে নববর্ষ বরণের আয়োজন করেছে সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম। এ ছাড়া নগরীর লালদিঘী ময়দানে সকাল ৭টায় ছন্দানন্দ সঙ্গীত একাডেমির উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ উৎসব।
এ ছাড়া নগরজুড়ে সরকারী এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, নাচ, আবৃত্তি, জাদু প্রদর্শনী, বলি খেলা, গুণীজন সম্মাননা, মূকাভিনয়, নাটকসহ বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোর্শেদ জানান, পুরো চট্টগ্রামকে ঘিরে পুলিশ প্রহরা আছে। জনসমাগমের ভেতরেও সাদা পোশাকে পুলিশ, বিস্ফোরক নিস্ক্রিয়করণ দল ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমডি/এপ্রিল ১৪, ২০১৪)