চট্টগ্রামে জেএমবি নেতা আরশাদুল ফের আটক
চট্টগ্রাম অফিস : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান আরশাদুল আলমকে মুক্তির পর জেলগেট থেকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারের প্রায় ৯ বছর পর বিস্ফোরক আইনের দুইটি মামলায় সাজাভোগ শেষে সোমবার দুপুরের দিকে আরশাদুল কারাগার থেকে ছাড়া পান। নগর গোয়েন্দা পুলিশ জেলগেট থেকে তাকে আবারো গ্রেফতার করে। বর্তমানে তাকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, আরশাদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ছগীর মিয়া জানান, দুটি মামলায় সাজাভোগের পর আরশাদুলের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমডি/এজেড/এপ্রিল ১৫, ২০১৪)