বগুড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
বগুড়া সংবাদদাতা : বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান অর্থপাচারের মামলায় খালাস পাওয়ায় বগুড়ায় আতশবাজি, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও ব্যান্ড দল নিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।
তারেক রহমানের রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আগে থেকেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল। রায় বিপক্ষে গেলে তাৎক্ষণিকভাবে কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়। এরই মধ্যে সংবাদ আসে তারেক রহমান মামলা থেকে খালাস পেয়েছেন। আন্দোলনের কর্মসূচি পরিণত হয় আনন্দ-উল্লাসে।
সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আনন্দ মিছিল বের করে। মুহূর্তের মধ্যে ব্যান্ড দল নিয়ে বিচ্ছিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল শুরু হয় শহরে। পরে শহরের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে আতশবাজির মধ্যে দিয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।
রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরবাসী ছিলেন কিছুটা আতঙ্কে। শহরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৪ প্লাটুন বিজিবি, পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।
রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আনে।
(দিরিপোর্ট/এএস/নভেম্বর ১৭, ২০১৩)