বিশ্বরত্ন শচিন টেন্ডুরকার: গাভাস্কার
দিরিপোর্ট ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন ‘শচিন টেন্ডুলকার বিশ্বরত্ন। একইসঙ্গে ভারতীয় ত্রিকেটের সেরা দূত।’
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘তিনটি প্রজন্মের সঙ্গে খেলেছেন শচিন। কপিল দেবদের সময় থেকে শুরু আর শেষ হয়েছে রোহিত শর্মা ও মোহাম্মদ সামিদের সময়ে এসে।’
তার মতে, শচিন শুধু ভারত রত্ন নয়; বিশ্বরত্ন।’
আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ বলেছেন ‘সমগ্র ভারত তাদের ব্রান্ড টেন্ডুলকারকে মিস করবে’।
গত শনিবার ২০০তম টেস্ট খেলে ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন শচিন।
(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/নভেম্বর ১৭, ২০১৩)