দিরিপোর্ট প্রতিবেদক : বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ড হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক যুব সমাবেশে একথা বলেন তিনি।

জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

রুহুল আমিন গাজী বলেন, বর্তমান সরকার চিরস্থায়ী না। থাকা সম্ভবও না। এই মন্ত্রিপরিষদ অবৈধ। তারা যা করছে তাও অবৈধ। তারা সংবিধান লঙ্ঘন করছেন। সংবিধান লঙ্ঘনের অপরাধে তাদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির উদ্দেশ্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেই তা গ্রহণযোগ্য হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রীরা বলছেন, রাষ্ট্রপতির কাছে জমা না হওয়া পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণযোগ্য হবে না। সংবিধানে আছে নির্বাচনের ৯০ দিনের মধ্যে সংসদে অধিবেশন বসবে না। তাহলে প্রধানমন্ত্রী অধিবেশন বহাল রেখে কোন সংবিধান মানছেন।

বাংলার মাটিতে যদি নিরাপরাধ মানুষের ফাঁসি হয়ে থাকে তাহলে রাষ্ট্রদ্রোহিদের ফাঁসি কেন হবে না বলেও মন্তব্য করেন রুহুল আমিন গাজী।বর্তমান সরকারকে গণতন্ত্র, মিডিয়া, ন্যায়বিচার, আইনের শাসনবিরোধী এবং দুর্নীতির সরকার বলে অভিহিত করেন তিনি।

কোন নেতাদের কথা না শুনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য দলটির নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান এ সাংবাদিক নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন রফিক শিকদার, খালেদা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম মিন্টু, কামরুজ্জামান সেলিম, মিয়া মো. আনোয়ার প্রমুখ।

(দিরিপোর্ট/এসআর/এপি/এসবি/নভেম্বর ১৭, ২০১৩)