চীনে ব্লক হলো দি ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স
দিরিপোর্ট ডেস্ক : দি ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের চীনা ভাষার সাইট ব্লক করা হয়েছে। তবে তাদের ইংরেজি ভাষার সাইটে প্রবেশ করা যাচ্ছে।
পল মযুর নামে জার্নালের এক কর্মকর্তা টুইট বার্তা জানান শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এই সাইটটি দেখা যাচ্ছে না।
তবে সরকার কেন সাইট দুটি ব্লক করে রেখেছে তা স্পষ্ট নয়। এই ব্যবস্থা সাময়িক না স্থায়ী তাও নিশ্চিত হওয়া যায়নি।
আগের সপ্তাহে দি নিউ ইয়র্ক টাইমস জানায় দেশটি রয়টার্সের এক রিপোর্টকারকে ভিসা অনুমোদন দেয়নি।
চীনের কমিউনিস্ট পার্টির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শেষ হওয়ার কয়েকদিন পরেই এই সেন্সরশিপের ঘটনাটি ঘটল। এরমধ্যে মিডিয়া বৈঠকটি নিয়ে বিশ্লেষণও প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের জেপি মারগান চেজের সঙ্গে চীনের সাবেক নেতা ওয়েন জিয়াবাওয়ের মেয়ে ওয়েন রুচিনের এক চুক্তির কথা বুধবারে প্রকাশ করে টাইমস।
একই ধরনের সংবাদ প্রকাশের জন্য এর আগেও চীন কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদভিত্তিক সাইটকে ব্লক করে। এরমধ্যে দি নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ ও বিজনেসউইক উল্লেখযোগ্য।
(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)