দিরিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ সাতদিনের ছুটিতে দেশের বাইরে যাচ্ছেন।

পুলিশ সদর দফতরে ছুটির আবেদনটি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।নভেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি ছুটি কাটাবেন বলে জানা গেছে

তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। তিনি বলেন, ‘ছুটি সর্ম্পকে এখনো কিছু জানা নেই।’

পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ফোনালাপে দিরিপোর্টকে বলেন, ‘সম্ভব্য আগামী ২৪ নভেম্বর ডিএমপি কমিশনার ছুটিতে যেতে ইচ্ছা প্রকাশ করে ছুটির আবেদন করেছেন। তাকে সাতদিনের ছুটিও দেয়া হবে।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা বিভিন্ন সময়ে ছুটি নিয়ে দেশের বাইরে যান। পুলিশ বাহিনীতে এটা নিয়মিত রেওয়াজ রয়েছে। ডিএমপি কমিশনারের ছুটির বিষয়টি ভিন্ন দৃষ্টিতে দেখা কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে দেশের রাজনৈতিক অস্থিরতা ও সরকারের শেষ সময়ে ডিএমপি কমিশনারের ছুটির বিষয়টি ভালোভাবে দেখছেন না মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা।

(দিরিপোর্ট/কেজেএন/এমসি/এসবি/নভেম্বর ১৭, ২০১৩)