চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধার, যুবলীগ কর্মী আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি থেকে যুবলীগ কর্মী আলাউদ্দিন লালুকে (২৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ৪টি এলজি, ২১ রাউন্ড কার্তুজ ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-৭ এর ক্যাপ্টেন রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মফিজুর রহমান দ্য রিপোর্টকে জানান, রবিবার রাত থেকেই আলাউদ্দিনকে নজরদারিতে রাখা হয়েছিল।
র্যাব সূত্রে জানা যায়, আলাউদ্দিন রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ির ইব্রাহীমের ছেলে। তিনি যুবলীগের কর্মী।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/কেএন/আরকে/এপ্রিল ১৫, ২০১৪)