কর্ণফুলিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রিদোয়ানুল ইসলাম রক্তিম (২৪) নামে এক ছাত্র। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রিদোয়ানুলের নিকট আত্মীয় ও সাতকানিয়া কলেজে শিক্ষক আব্দুল গফুর বলেন, বর্ষবরণ উপলক্ষে বন্ধুদের সঙ্গে নিয়ে রিদোয়ানুল ইসলাম কর্ণফুলি নদীতে নৌ ভ্রমণে যায়। তারা একটি স্পিডবোট ভাড়া নিয়ে নদী ভ্রমণ করে ফেরার পথে বোটে দাঁড়িয়ে ছবি তোলার সময় সদরঘাট এলাকায় নদীতে পড়ে যায় রিদোয়ান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রিদোয়ান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র চতুর্থ বর্ষের ছাত্র। তার বাবার নাম আব্দুল মজিদ। বাড়ি পাবনা জেলায়। তিনি নগরীর চান্দগাঁওস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন।
এদিকে ছেলের সন্ধানে কর্ণফুলি নদীর পাড়ে অপেক্ষা করছেন তার মা-বাবাসহ আত্মীয়-স্বজনরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে তল্লাশি চলছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/সা/এপ্রিল ১৫, ২০১৪)