বর্ষসেরা অ্যাথলেট বোল্ট-ফ্রেসার
দিরিপোর্ট ডেস্ক : ট্র্যাকে সবার আগেই থাকেন উসাইন বোল্ট। পুরস্কারের দৌড়ে পিছিয়ে থাকবেন তা হয় না। এজন্য বিশ্ব অ্যাথলেটিকের বর্ষসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
বিশ্ব অ্যাথলেটিকে রাজত্ব করছে জামাইকানরা। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। পুরুষ ক্যাটাগরিতে পুরস্কার জেতা বোল্টের পর প্রমিলা বিভাগের বর্ষসেরার অ্যাওয়ার্ড জিতেছেন তার স্বদেশি শেলি-অ্যান-ফ্রেসার- প্রাইস।
চলতি বছর মস্কোতে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ ও ২০০ মিটারে প্রথম হয়েছেন বোল্ট। এর আগে ২০০৮, ২০০৯, ২০১১ ও ২০১২ সালেও উভয় বিভাগে (১০০ ও ২০০ মিটার) স্বর্ণপদক জেতেন ২৭ বছর বয়সী গতি দানব।
পুরস্কার জেতার পর টুইট বার্তায় বোল্ট বলেছেন, ‘আরেকটা বর্ষসেরার পুরস্কার। আমি গর্বিত। এই পুরস্কার আপনাদের (দেশবাসি) জন্য।’
এদিকে চলতি বছর বিশ্ব প্রমিলা অ্যাথলেটিকসের ১০০ মিটারের শিরোপা ধরে রেখেছেন ফ্রেসার। ১০.৭১ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। গত জুনে জামাইকান চ্যাম্পিয়নশিপেও ২২.১৩ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারের দৌড় শেষ করেন। এটাও বছরের দ্রুততম সময়ে সমাপ্ত করা রেস।
(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ১৭, ২০১৩)