‘কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন নেই’
দিরিপোর্ট প্রতিবেদক : ‘বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে দুই দলকে একসঙ্গে কাজ করতে হবে। এই ক্ষেত্রে কূটনৈতিক উদ্যোগের কোনো প্রয়োজন নেই।’
রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে রবিবার দুপুরে অনুষ্ঠিত বিবিসি বাংলা ও বিবিসি অ্যাকশন মিডিয়ার যৌথ আয়োজনে বিবিসি বাংলাদেশ সংলাপে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
এইচ টি ইমাম বলেন, ‘বিভিন্ন দেশের প্রতিনিধি ও কুটনীতিকরা বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন না। এর মাধ্যমে বিদেশীদের বুঝিয়ে দিতে চাই আমরাও পারি।’
সংলাপে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে এইচ টি ইমাম বলেন, ‘বিরোধী দলই বিদেশিদের বেশি প্রশ্রয় দিচ্ছে। যা আমরা করছি না। বিদেশিদের সঙ্গে সবচেয়ে বেশি কথাবার্তা ও যাতায়াত হয় বিএনপির। মার্কিন রাষ্ট্রদূত যেভাবে কথা বলেন, তাতে অনেকেই তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলে মনে করেন।’
মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশ আওয়ামী লীগও এমনটি মনে করে কিনা এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘আমরা এমনটি মনে করি না। অনেকেই মনে করে বলেই বললাম। আমরা চাই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ বলেন, ‘এখনকার কথা বলে লাভ নেই। অতীতে আমরা দেখেছি বিদেশিদের দ্বারা বাংলাদেশে এক-এগারোর মতো সরকার আসার পর কোন দল সেই সরকারকে নিজেদের আন্দোলনের ফসল বলেছে। আমরা অতীতেও দেখেছি বিদেশিরা আমাদের ব্যাপারে নাক গলায়। আমরা রাজনীতিবিদরা যদি তাদের প্রশ্রয় না দেই তাহলে তারা এই সুযোগ পাবে না।’
হান্নান শাহ বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার উদ্যোগ না নিলে সংকটের সমাধান হবে না। এক্ষেত্রে কোন কূটনীতিক উদ্যোগই কাজে আসবে না।’
ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় এবং আকবর হোসেনের সঞ্চালনায় সংলাপে আরো উপস্থিত ছিলেন দৈনিক দি নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা ওয়াহিদ।
(দিরিপোর্ট/এইচআর/এইচএস/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)