গেইনারের শীর্ষে বিল্ডিং সিস্টেমস
দিরিপোর্ট প্রতিবেদক : প্রকৌশল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ার দর রবিবার উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের কার্যদিবসের চেয়ে এ শেয়ারের দর ৯.৯৮ শতাংশ বা ৪.১ টাকা বেড়ে যাওয়ায় কোম্পানিটি এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষস্থান দখল করে। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করার পরও দিনের শেষভাগে শেয়ারটি বিক্রেতাশূন্য হয়ে পড়ে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার বিল্ডিং সিস্টেমসের মোট ২৩ লাখ ৩৮ হাজার ৫০০টি শেয়ার ১ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। দিনভর ৪২.৮ টাকা থেকে ৪৫.২ টাকার মধ্যে এ শেয়ারের দর ওঠানামা করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা।
গত একমাসে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৩৬.৩ টাকা এবং সর্বোচ্চ ৪৫.২ টাকা।
‘এন’ ক্যাটাগরির বিল্ডিং সিস্টেমস ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৪ কোটি টাকা।
এর সর্বমোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৯.৭৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩০.৫২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৯.৬৯ শতাংশ।
(দিরিপোর্ট/কেএইচ/ এমডি/ নভেম্বর ১৭, ২০১৩)