কর্ণফুলি নদী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ উদ্ধার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিদোয়ানুল ইসলাম রক্তিমের (২৪) লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় জেলেরা সদরঘাটের কাছাকাছি নদী থেকে তার লাশ উদ্ধার করে । নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর তার লাশ পাওয়া গেল।
বেড়াতে গিয়ে সোমবার সন্ধ্যা ৭টায় ইঞ্জিন বোটে দাঁড়িয়ে বন্ধুদের ছবি তোলার সময় অসাবধানতাবসত নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায় রক্তিম। নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় ডুবুরির তল্লাশি অভিযানে উদ্ধার করা যায়নি তাকে।
রিদোয়ান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র চতুর্থ বর্ষের ছাত্র। তার বাবার নাম আব্দুল মজিদ। বাড়ি পাবনা জেলায়। তিনি নগরীর চান্দগাঁওস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন। রিদোয়ান শৌখিন ফটোগ্রাফার ছিলেন। ছবি তুলতে তুলতেই হারিয়ে গেলেন জীবন থেকে।
সদরঘাট থানার ওসি প্রণব কুমার নাথ জানান, নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। মৃতদেহ মর্গে পাঠান হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমডি/এএল/এপ্রিল ১৬, ২০১৪)