চট্টগ্রাম অফিস : আরও একটি দুর্নীতি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা এই মামলায় তিনি বুধবার দুপুরে দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

মহিউদ্দিনের আইনজীবী ইফতেখার সাইমুল বলেন, ‘দুপুরে মহিউদ্দিন আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।’

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমসি/সা/এপ্রিল ১৬, ২০১৪)