শেষ মুহূর্তে বাফুফে আঙিনায় উত্তেজনা
দিরিপোর্ট প্রতিবেদক : দল বদল শেষ। এবার মাঠে নামার দিনক্ষণ গণনা। তবে এক সময় পেশাদার লিগের দল বদল নিয়ে সমর্থকদের মধ্যে আনন্দ উত্তেজনা বিরাজ করতো; এখন সেই উত্তেজনা নিন্মমুখী। ২৪ আগস্ট শুরু হওয়া দল শেষ হয়েছে ১৪ নভেম্বর। তবে শেষ দিন দল বদলে চলছে গভীর রাত অবদি। সৃষ্টি হয়েছে উত্তেজনা। অংশ নিয়েছে আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ক্রীড়াচক্র, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী এবং উত্তর বারিধারা ক্লাব। এর আগেই দল বদল টিম বিজেএমসি, সকার ক্লাব ফেনী, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং শেখ রাসেল ক্রীড়াচক্র।
শেষ সময়ে হলেও গতবার কোনো শিরোপা না পাওয়া আবাহনী লিমিটেড এবার শক্তিশালী দল গড়েছে। পুরানো ৩ বিদেশির সঙ্গে নতুন করে ৬ বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে। ইতালিয়ান, ব্রাজিলিয়ান, নাইজেরিয়ান এবং ক্যামেরুনের ফুটবলার রয়েছে। পুরনো বিদেশিদের মধ্যে আউদু ইব্রাহীম, সামাদ ইউসুদ, লাকি পল এবং ইয়োকো সামনিক রয়েছেন।গতবার মোহামেডানের খেলা ঘানাইয়ান মরিসন এবার আবাহনীর জার্সি গায়ে মাঠ মাতাবেন। ইতালিয়ান আন্দ্রে লুইস ডি সুজা, ব্রাজিলিয়ান লোমোলু ডি ক্যাস্ট্রো, ক্যামেরুনের ইকিলি প্যাটরিক এবং নাইজেরিয়ান ড্যানিয়েল আবাহনীর নতুন অতিথি। ৯ জন বিদেশির সঙ্গে রয়েছে স্থানীয় ২৫ জন ফুটবলার। সোহেল, ওয়ালি ফয়সাল, সুজন, নজরুল, আরমান আজিজ, মিশু, প্রাণতোষ, বাতেন, শহিদুল আলম শহিদ, উত্তম বড়ুয়া, তৌহিদুল আলম, ভাসানী এবং সৈকত ভৌমিককে ধরে রেখেছে আবাহনী। নতুন এসেছে- মোহামেডান থেকে সাইফুল ইসলাম শেখ জামাল থেকে সোহেল রানা, সৈকত এবং সুলতান আহমেদ শাকিল। ব্রাদার্স থেকে জামাল হোসেন, মুক্তিযোদ্ধা থেকে মোহাম্মদ রনি, শেখ রাসেল থেকে রাজন মিয়া, ফেনী সকার থেকে আব্দুল কাদির, টিম বিজেএমসি থেকে ওবায়দুল রহমান এবং অনূর্ধ্ব-১৬ থেকে দিদারুল আলম। এ দল নিয়ে আশাবাদী আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু।
শেষ দিনে গতবারে সুপার কাপ জয়ী মোহামেডান দেশি-বিদেশি মিলিয়ে ২৯ জন ফুটবলারকে নিয়ে দল গড়েছে। টিকে থাকার মতো দল গড়েছে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন। শেষ দিনে তারা ২৯ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এবারও ব্রাদার্সের কোচ ভারতের সৈয়দ নাইমুদ্দিন। ভারতীয় কোচ চতুর্থবারের মতো দায়িত্ব পেলেন গোপীবাগের দলটির। ২০০৪ সালে প্রথম এসে জাতীয় লিগ জিতিয়ে ছিলেন ব্রাদার্সকে।
এবার ফেডারেশন কাপের স্পন্সর হয়েছে ওয়ালটন। বাফুফের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ফেডারেশনকাপ উপলক্ষ্যে ওয়ালটন বাফুফেকে দেবে ২০ লাখ টাকা। ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা।
শেষ দিনে পেশাদার লিগে নতুন আসা দুই দল উত্তর বারিধারা ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীও দল বদল সেরেছে। উত্তর বারি ধারা ৩১ জন খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করিয়েছে। এর মধ্যে ২৬ জন স্থানীয় এবং ৫ জন বিদেশি খেলোয়াড় রয়েছে। চট্টগ্রাম আবাহনী ২৭ জন খেলোয়াড়ের নাম বাফুফে সিনিয়র সহসভাপতি এবং পেশাদার লিগ কমিটির প্রধান আব্দুস সালাম মুশের্দীর হাতে তুলেন দেন। এই ২৭ জনের মধ্যে ৫ জন বিদেশি খেলোয়াড় রয়েছে। এবার ১২ দল নিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াবে। পেশাদার লিগের ১০ দলের সঙ্গে ফেডারেশনকাপে খেলবে বিকেএসপি এবং রহমতগঞ্জ।
দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১৭, ২০১৩