চট্টগ্রামে ৩ রড কারখানাকে জরিমানা
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত নানা অভিযোগে তিনটি রড কারখানাকে জরিমানা করেছে। সীতাকুণ্ডের শীতলপুর, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডে কারখানাগুলোতে বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় পণ্যের গুণগতমান যাচাই ছাড়া ও বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স ব্যতীত রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় শীতলপুরের শীতলপুর স্টিল মিলস লিমিটেডকে (এসএএসএম) ৫০ হাজার টাকা, বাঁশবাড়িয়া চম্পা স্টিল মিলসকে ২০ হাজার টাকা ও বাড়বকুণ্ডের এস স্টিল মিলসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট) মো. শওকত ওসমান জানান, পণ্যের গুণগতমান যাচাই ও বিএসটিআইয়ের বৈধ সিএম লাইসেন্স ছাড়া এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এনডিএস/এজেড/এপ্রিল ১৭, ২০১৪)