দিরিপোর্ট প্রতিবেদক : ওয়ালটন ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে আসন্ন ফুটবল মৌসুম। আগামী ২১ নভেম্বর থেকে ১২টি দল নিয়ে যাত্রা করবে ২৮তম আসর। এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। অর্থাৎ ফুটবল অনুরাগীরা মৌসুমের শুরুতেই চির প্রতিদ্বন্দ্বী ২ দলের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড উত্তর বারিধারা ক্লাবের মোকাবিলা করবে। একই দিনে দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়বে রহমতগঞ্জ। এ ১২ দলকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। ৪ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ২টি করে ৮টি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাচ্ছে।

রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, আমিরুল ইসলাম বাবু, মোহামামদ ফজলুর রহমান বাবুল, মোহাম্মদ হাসানুজ্জামান খান বাবলু, বাফুফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগ এবং টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে ইকবাল বিন আনোয়ার (ডন), এডিশনাল ডিরেক্টর গেমস এন্ড স্পোর্টস-ওয়ালটন।

ফেডারেশন কাপ উপলক্ষ্যে ওয়ালটন বাফুফেকে দিচ্ছে ২০ লাখ টাকা। ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা।

বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘দেশের এই অস্থির অবস্থার মধ্যেও আমরা শেষ পযর্ন্ত ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছি। ওয়ালটন কে ধন্যবাদ জানাই তারা কঠিন মূহুর্তে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।’

টুর্নামেন্টের জন্য ১১টি দল চূড়ান্ত হলেও বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি কোয়ালিফাইং ম্যাচ থেকে নির্ধারণ করা হবে শেষ দলটি। সোমবার ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দেশের রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করছে ফেডারেশন কাপের ভাগ্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি ২১ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ফেডারেশন কাপের সিডিউল রেখেছে। টানা ১৬ দিনের ফেডারেশন কাপে সেমিফাইনাল এবং ফাইনালের আগে শুধু একদিন করে ২দিন বিরতি রাখা হয়েছে। গ্রুপ পর্বে ২৫ নভেম্বর আবাহনী মোহামেডান মর্যাদার লড়াই অনুষ্ঠিত হবে। ২৮, ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর কোর্য়াটার ফাইনালের ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর বিশ্রাম। ৩ এবং ৪ ডিসেম্বর ২টি সেমিফাইনাল এবং ৬ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। যদি কোনো কারণে দেশের রাজৗনতিক অবস্থা অস্থিতিশীল হয় তা হলে ফিকশ্চারে রদবদল ঘটার সম্ভাবনা উজ্জ্বল। রাজনৈতিক অবস্থা ভালো না হলে মানে ঘন ঘন হরতাল হলে সে ক্ষেত্রে শুক্র এবং শনিবারে খেলা চালানোর কথা ভাবছে বাফুফে।

গ্রুপ ‘এ’: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, সকার ক্লাব ফেনী, উত্তরা বারিধারা ক্লাব।

গ্রুপ ‘বি’: শেখ রাসেল ক্রীড়া চক্র লি:,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

গ্রুপ ‘সি’: টিম বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন, কোয়ালিফাইং।

গ্রুপ ‘ডি’ : আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ১৭, ২০১৩)