ডিএসই-ব্যাংক ব্রোকার নির্বাহীদের বৈঠক সোমবার
দিরিপোর্ট প্রতিবেদক :পুঁজিবাজারের তালিকাভুক্ত সব ব্যাংকের ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সোমবার বিকেল ৩টায় ডিএসইর বোর্ড রুমে এ বৈঠক হবে।
জানা গেছে, বৈঠকে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে ২০ শতাংশ হারে ব্যাংকগুলোর প্রভিশন আগামী ৫ বছর করার বিষয়েও আলোচনা হবে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে সার্বিক বাজার পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একজন সদস্য দিরিপোর্টকে বলেন, ‘সোমবার পুঁজিবাজারের তালিকাভুক্ত সব ব্যাংকের ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীদের ডাকা হয়েছে। বৈঠকে তালিকাভুক্ত ব্যাংকগুলো প্রভিশন নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।’
(দিরিপোর্ট/এনটি/এনডিএস/নভেম্বর ১৭, ২০১৩)