দিরিপোর্ট প্রতিবেদক : যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটাও চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাত ৮টা ১০ মিনিটে শুরু হওয়া বৈঠক চলে সাড়ে ৯টা পর্যন্ত।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ সব কথা জানান।

শমসের মবিন বলেন, ‘বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। নিশা দেশাই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা ব্যক্ত করেছেন। এ সময় খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের মানুষের চাওয়া আলাপ-আলোচনা, সংলাপ ও সমঝোতার মাধ্যমে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। দেশের ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী এটাই জনগণের চাওয়া।’

সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে যুক্তরাষ্ট্র বিএনপিকে কোনো চাপ সৃষ্টি করেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, ‘কোনো পরামর্শ বা চাপ সৃষ্টির প্রশ্নই আসে না।’

শমসের মবিন বলেন, ‘গত ২১ অক্টোবর সংবাদ সম্মেলনে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন নিশা দেশাই। খালেদা জিয়ার বক্তব্যে আগামীর বাংলাদেশ, দেশের গণতন্ত্র কীভাবে চলবে তার পরিষ্কার চিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন নিশা দেশাই। বৈঠকে খালেদা জিয়ার ওই বক্তব্যের প্রসঙ্গ বার বার টেনে তাকে ধন্যবাদ জানান তিনি।’

শমসের মবিন বলেন, ‘যুক্তরাষ্ট্র চাই বাংলাদেশের জনগণের চাওয়া মোতাবেক আগামী নির্বাচন হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ক্ষমতা হস্তান্তর হোক- এমন প্রত্যাশা ব্যক্ত করেন নিশা দেশাই।’

শমসের মবিন আরও বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপির পক্ষে খালেদা জিয়াসহ ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নিশা দেশাই ছাড়া বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপস্থিত ছিলেন।

(এমএইচ/এনডিএস/এইচএসএম/নভেম্বর ১৭, ২০১৩)