সর্বদলীয় সরকার জাতির সঙ্গে প্রহসন: ফখরুল
দিরিপোর্ট প্রতিবেদক : সর্বদলীয় সরকার গঠন জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সোমবার মন্ত্রিসভা গঠনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তাদের জোট সঙ্গীদের নিয়ে সর্বদলীয় সরকার গঠন করে জাতির সঙ্গে তামাশা করছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আজ গভীর সংকটে। এটা দেশের ও সারা দুনিয়ার মানুষ বোঝে। সরকারের এই হঠকারিতা দেশকে কোন খাদের কিনারায় নিয়ে থামায় তা নিয়ে আমরা শঙ্কিত; জনগণ উৎকণ্ঠিত।’
ফখরুল বলেন, ‘দেশের মানুষ একটি অর্থবহ সংলাপ চায়; এটা সময়ের দাবি। সংকট নিরসনে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে আলোচনার মাধ্যমে সমাধান চাই।’
আওয়ামী লীগের একদলীয় নির্বাচনের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘প্রহসনের নির্বাচনে আমরা অংশ নেবো না। বাংলাদেশের মানুষ এ নির্বাচন প্রতিহত করবে।’
সরকারের প্রতি বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ করার দাবি জানান তিনি। এ সময় দেশকে শক্তিশালী ও মানবাধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
(দিরিপোর্ট/এমএইচ/এসকে/নভেম্বর ১৮, ২০১৩)