চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়ক দুঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পটিয়া পৌরসভার শ্রীমাই ব্রিজ এলাকায় শুক্রবার সকাল ৭টায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও তিনজন আহত হন।

নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও একই এলাকার বাসিন্দা মুন্সী মিয়া (৪০)। সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এইচএইচ/এজেড/এপ্রিল ১৮, ২০১৪)