চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ওয়াগনের একটি বগি সামান্য ক্ষতিগ্রস্থ হলেও ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন রেলওয়ে স্টেশন ম্যানেজার শামসুল আলম।

তিনি জানান, স্টেশনের এক নম্বর প্লাটফর্মে তেলের ওয়াগনটি এক পাশে নেওয়ার সময় গার্ডদের বহনকারী বগি লাইনচ্যুত হয়।

এতে ওই বগি ও লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলেও ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছে না।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমসি/এপ্রিল ১৭, ২০১৪)