দিরিপোর্ট ডেস্ক: রাশিয়ার কাজান শহরের এক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুঘর্টনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বোয়িং ৭৩৭ নামের ওই বিমানটি মস্কো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাজানে নামার সময় রবিবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের সব আরোহীই নিহত হয়েছে। বিমানটি তাতারস্তান এয়ারলাইন্স নামে একটি প্রতিষ্ঠানের মালিকাধীন।

দেশটির দুর্যোগমন্ত্রী জানান, বিমানটিতে ৪৪ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল।

ঠিক কী কারণে এই দুঘর্টনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে খবরে বলা হয়েছে, বিমানচালক এর আগে দুইবার অবতরণের চেষ্টা করেন। তৃতীয় দফায় অবতরণকালে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

রাশিয়ার বড় বিমান প্রতিষ্ঠানগুলোর ভালো সুনাম রয়েছে। তবে ছোট প্রতিষ্ঠানগুলোর বিমান প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।

(দিরিপোর্ট/আদসি/এসকে/নভেম্বর ১৮, ২০১৩)