দ্য রিপোর্ট ডেস্ক : সাহিত্যে নোবেলজয়ী ব্রিটিশ লেখিকা ডোরিস লেসিং রবিবার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার প্রকাশক হারপার কলিন্স জানিয়েছেন, ৫০টিরও বেশি ফিকশন, নন-ফিকশন ও কবিতার বইয়ের লেখিকা বেশ প্রশান্তিতেই মৃত্যুবরণ করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

লেসিংয়ের লেখায় আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশবাদ থেকে শুরু করে নারী হওয়ার রহস্যসহ বিভিন্ন বিষয় ফুটে উঠেছে। লেসিংয়ের অন্যতম বিখ্যাত বই হচ্ছে ‘দ্য গোল্ডেন ডায়েরি’। ব্রিটিশ উপনিবেশবাদ নিয়ে লেখা এই বইটি প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে।

২০০৭ সালে লেসিং সাহিত্যে নোবেল পান। এ সময় সুইডিশ অ্যাকাডেমি তাকে সন্দেহবাদী, দৃঢ় ও দূরদৃষ্টিসম্পন্ন হিসেবে প্রশংসা করে।

(দ্য রিপোর্ট/আদসি/এসকে/নভেম্বর ১৮, ২০১৩)