‘তিস্তা মার্চ’ গাড়িবহর রংপুরে
কাওসার আজম, তিস্তা মার্চের গাড়িবহর থেকে : তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সিপিবি-বাসদের তিন দিনব্যাপী ‘তিস্তা মার্চ’ এর গাড়িবহর রংপুরে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অভিযাত্রী দল রংপুরে পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানান।
রংপুরে রাতযাপন শেষে শনিবার সকাল সাড়ে ৯টায় পাবলিক লাইব্রেরি, পাগলাপীর, নীলফামারীর জলঢাকাসহ কয়েকটি স্থানে সমাবেশ শেষে বিকালে তিস্তা ব্যারেজসংলগ্ন ডালিয়া মাঠে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
এর আগে শুক্রবার বিকেলে বগুড়ার সাতমাথায় সমাবেশ শেষে রাতে রংপুরের উদ্দেশে রওনা দেয় ‘তিস্তা মার্চ’ গাড়িবহর।
গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রওনা দেয় গাড়িবহর। রাতে গাজীপুর চৌরাস্তায় সমাবেশ শেষে সিরাজগঞ্জে রাতযাপন করে অভিযাত্রী দল। এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার, বেলা ১১টায় সিরাজগঞ্জ রোড চত্বর ও ঘুড়কা বেলতলায় সমাবেশ শেষে বিকেল ৪টায় ‘তিস্তা মার্চ’ গাড়িবহর বগুড়ার সাতমাথায় পৌঁছে।
(দ্য রিপোরর্ট/কেএ/ডব্লিউএন/এএল/এপ্রিল ১৯, ২০১৪)