মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০
দিরিপোর্ট ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর কাছে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে দাহশুর গ্রামের কাছে সোমবার সকালে ট্রেনটি একটি মিনিবাসসহ কয়েকটি যানবাহনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি বানি সাওয়াইফ শহর থেকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় রেল ক্রসিংটি বন্ধ ছিল। এরপরও যানবাহন পার হতে দেখে ট্রেনের চালক অবাক হন বলে ওই কর্মকর্তারা জানান।
তবে, নিহতরা সবাই ওই যানবাহনগুলোর যাত্রী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মিশরের সড়ক ও রেলপথ নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
চলতি বছরের জানুয়ারিতে ট্রেন সেনাসদস্যদের বহনকারী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত ও একশজনেরও বেশি আহত হন।
গত বছরের নভেম্বরে মানফালুটের কাছে সিগন্যাল অপারেটর ঘুমিয়ে পড়ায় একটি ট্রেন স্কুলবাসকে ধাক্কা দিলে ৫০ শিশু নিহত হয়।
মিশরের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০২ সালে। সেসময় রাজধানী কায়রোতে একটি ট্রেনে আগুন ধরে গেলে ৩৭৩ জন নিহত হন। সূত্র: বিবিসি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৮, ২০১৩)