তিস্তা মার্চ
গাড়িবহর নীলফামারীর কিশোরগঞ্জে
‘তিস্তা মার্চ’ এর গাড়িবহর শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ বাজারে পৌঁছেছে। এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বহরটি তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে।
‘তিস্তা মার্চ’ এর গাড়িবহরে থাকা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির নেতা বজলুর রশিদ ফিরোজ দ্য রিপোর্টকে জানান, বিকেল ৪টায় তিস্তা ব্যারেজসংলগ্ন ডালিয়া মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
এর আগে, শনিবার সকালে গাড়িবহরটি রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা শুরু করে। যাওয়ার পথে রংপুর পাবলিক লাইব্রেরি, পাগলাপীর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড়সহ কয়েকটি স্থানে সমাবেশ করে।
শুক্রবার বিকেলে বগুড়ার সাতমাথায় সমাবেশ শেষে রাতে রংপুরের উদ্দেশে রওনা দেয় ‘তিস্তা মার্চ’ এর গাড়িবহর। রাত ১টার দিকে অভিযাত্রী দলটি রংপুরে পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সিপিবি-বাসদের তিন দিনব্যাপী ‘তিস্তা মার্চ’ এর যাত্রা শুরু হয় বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে।
(দ্য রিপোরর্ট/কেএ/এমএআর/আরকে/এপ্রিল ১৯, ২০১৪)