যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫
দিরিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয়, ইন্ডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। টর্নেডোর আঘাতে কয়েকশ’ মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্রুত গতিপথ পরিবর্তন করা এই টর্নেডোটি ঘণ্টায় ১১১ কিলোমিটার বেগে আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত টর্নেডোটি পশ্চিম দিকে সরে যাচ্ছিল।
টর্নেডোটি এত শক্তিশালী ছিল যে এর আঘাতে যানবাহনগুলো উল্টে গেছে, ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছেন।
টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলিনয় অঙ্গরাজ্য। সেখানেই সব হতাহতের ঘটনা ঘটেছে।
ইলিনয়ের ওয়াশিংটন শহরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ইলিনয় জরুরি ব্যবস্থাপনা সংস্থায় কর্মরত মেনালি আর্নল্ড জানিয়েছেন। তবে, তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
নিউ মিনডেন গ্রামের একটি ফার্ম হাউসে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
টর্নেডোর তাণ্ডবে ওয়াশিংটন শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা সেখানকার পরিস্থিতিকে ‘ভয়াবহ ও অস্থিতিশীল’ বলে অভিহিত করেছেন।
সেখানকার পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো হয়েছে বলে কারেন হ্যারিস নামে এক নারী জানিয়েছেন।
ইলিনয়ের গর্ভনর প্যাট কুইন স্থানীয় বাসিন্দাদের আবহাওয়ার পূর্বাভাসের দিকে লক্ষ্য রেখে সম্ভব হলে নিজ নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, টর্নেডোটি যুক্তরাষ্ট্রের মধ্যভাগেও আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সূত্র: বিবিসি, এএফপি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৮, ২০১৩)