দিরিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনসহ অন্যান্য বিষয় নিয়ে বৈঠকে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী ও মোহাম্মদ আবু হাফিজ এসময় উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে দশম জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে ৯ অথবা ১৬ জানুয়ারি নির্ধারণের প্রস্তাব করা হবে। এছাড়া নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়েও আলোচনা করা হবে।

(দিরিপোর্ট/এমএস/এপি/জেএম/নভেম্বর ১৮, ২০১৩)