ইউক্রেনে নাকাল; ফ্রান্সে সমালোচনার ঝড়
দিরিপোর্ট২৪ ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের প্রথম লেগে ইউক্রেনের কাছে ২-০ গোলে হেরে মূলপর্ব থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু নিজেদের উত্তরসূরিদের এই ব্যর্থতা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না ফ্রান্সের সাবেক তারকারা। ফ্রান্সের গণমাধ্যমের ব্যাপক সমালোচনা করা হয়েছে। ফ্রেঞ্চ স্পোর্টস দৈনিক এল’ইকুইপ তাদের প্রথম পাতায় খেলোয়াড়দের সমালোচনা করে প্রধান শিরোনাম করেছে-‘রেড অ্যালার্ট।’
১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সেন্টার ব্যাক ফ্র্যাংক লিবোয়েফের বরাত দিয়ে ফ্রেঞ্চ গণমাধ্যম জানিয়েছে, ‘তারা আমাদের দেখিয়েছে ব্রাজিলে খেলার মত সেই মান ফ্রান্সের নেই। কারণ তারা সেখানে যাওয়ার মতো কোন কিছুই ম্যাচে দেখাতে পারেনি।’
ফ্রান্স জাতীয় দলের অঙ্গীকার নিয়েও সাবেক এই চেলসি খেলোয়াড়ের সঙ্গে আরো অনেকেই প্রশ্ন তুলেছেন। ১৯৮৪ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ফ্রেঞ্চ দলের সাবেক স্ট্রাইকার বার্নার্ড ল্যাকোম্বে বলেছেন, আমরা প্রায় সব দিক থেকেই পরাজিত হয়েছি। ম্যাচের গতি, বলের পজিশন, ট্যাকেল কোন কিছুই আমাদের নিয়ন্ত্রণে ছিল না। এটা সত্যিই দুঃখজনক। যতই শেষ বাঁশির দিকে ম্যাচ গড়াচ্ছিল ইউক্রেন ততই আমাদের উপর প্রভাব বিস্তার করছিল।
১৯৮০ সালের ‘ম্যাজিক স্কয়ার’ হিসেবে খ্যাত ফ্রান্সের ৪ খেলোয়াড় ছিলেন মিশেল প্লাতিনি, জিন টিগানা, জিন ফার্নান্দেজ এবং অ্যালাইন গিরেসে। সেই চারজনের মধ্যে অন্যতম সাবেক মিডফিল্ডার অ্যালাইন গিরেসে বলেছেন, ‘ম্যাচের আবহই বুঝতে পারেনি ফ্রান্স। আমরা সত্যিকার অর্থেই পুরো ম্যাচে সমস্যায় পড়েছিলাম। এটা ইচ্ছার ব্যাপার নয়, মূলত এ ধরনের ম্যাচের গুরুত্ব অনুধাবণ করে তার সঙ্গে মানিয়ে চলার প্রশ্ন।’
উল্লেখ্য, গিরেসে প্রায় ২০ বছর ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলের অন্যতম মিডফিল্ডার ছিলেন। ১৯৮৪ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভকারী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।
কোচ দিদিয়ের ডেশচ্যাম্পের সমালোচনা করে সাবেক ফুল ব্যাক এরিক ডি মেকো বলেছেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণই যেখানে পুরো দল নিতে পারেনি সেখানে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিভাবে খেলতে হয় সেই পরিকল্পনাই আমাদের ছিল না। ফ্র্যাংক রিবেরিকে তিনজন খেলোয়াড় গার্ড দিয়েছে। এমনকি আমরা ভিন্ন কোন কিছু করারও চেষ্টা করিনি।’ সূত্র : এএফপি।
(দিরিপোর্ট২৪/এএস/সিজি/১৮ নভেম্বর ২০১৩)