সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজে আগুন
চট্টগ্রাম অফিস : সীতাকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরান জাহাজ কাটার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। কদমরসূলের আরেফিন এন্টারপ্রাইজ শিপ ব্রেকিং ইয়ার্ডে রবিবার সকাল সাড়ে ১২টায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘জাহাজ কাটার সময় একটি পুরান জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। আমরা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এপি/সা/এপ্রিল ২০, ২০১৪)