রহিমা ফুডের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
দিরিপোর্ট প্রতিবেদক : খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০১৩ সমাপ্ত প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’১৩) রহিমা ফুডের কর-পরবর্তী লোকসান ৩২ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসান ০.১৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩৩ লাখ ৬০ হাজার (মুনাফা) টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.১৭ টাকা।
এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১২ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা।
(দিরিপোর্ট/কেএইচ/এএস/নভেম্বর ১৮, ২০১৩)