মেঘনা পেট্রোলিয়ামের বিষয়ে নিরীক্ষকের মন্তব্য
দিরিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়ামের নিরীক্ষক এ কাশেম অ্যান্ড কোং এবং হুদা ভাসি চৌধুরি অ্যান্ড কোং ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদনের উপর মন্তব্য দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য দুই নিরীক্ষক মেঘনা পেট্রোলিয়ামের বিষয়ে নিম্নবর্ণিত মতামত দিয়েছে-
(১) নোট নং ৩.১ এ যেমন বর্ণিত আছে প্রাক্তন গচগঈখ এবং চচখ থেকে যে অস্থাবর সম্পদ কেনা হয়েছে তার মালিকানা কোম্পানির অনুকূলে হস্তান্তরিত হয়নি, ভবিষ্যতে বিষয়টি নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে।
(২) কোম্পানি ৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ২৭০ টাকার মজুদ পণ্য বর্তমান মূল্যে দেখাচ্ছে (সম্ভাব্য আদায়যোগ্য হিসেবে প্রভিশনের পরিমাণ ২ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ১৭৪ টাকা) যা ইচঈ' র অন্যান্য ইউনিটকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে এবং ২০০৩ সাল থেকে বকেয়া থাকা এই ঋণ আদায় হওয়ার সম্ভাবনা খুব কম (নোট নং: ৬.৩)।"
(দিরিপোর্ট/এইচকে/এইচএসএম/নভেম্বও ১৮, ২০১৩)