সাতক্ষীরায় ইলিশ উদ্ধার

শাঁখরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামালউদ্দিন জানান, একটি পাচারকারী চক্র বিপুল পরিমাণ ইলিশ ভারতে নিয়ে যাচ্ছে- এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারের ভেতর ব্রিজের পাশ থেকে একটি ট্রাক আটক করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশি করে ৪০টি ককশিট থেকে তিন হাজার ২০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ট্রাকটি।
উদ্ধারকৃত মাছ বৃহস্পতিবার রাতেই বিজিবির ৩৮ ব্যাটালিয়নে নিলামে বিক্রি করা হয়েছে।
দেবহাটা থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় শাঁখরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামালউদ্দিন বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ১১, ২০১৩)