চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বাহরাইন থেকে আসা মো. খুরশিদ নামে এক যাত্রীর জুতা ও মানিব্যাগে তল্লাশি চালিয়ে সোমবার সকালে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

খুরশিদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মশিউর রহমান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ানের একটি ফ্লাইট সকাল সাড়ে ৯টায় শাহ আমানতে অবতরণ করে।

এ সময় এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করে জুতা এবং মানিব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪৬৬ গ্রাম, আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

পাসপোর্ট জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/শাহ/এপ্রিল ২১, ২০১৪)