বসনিয়ার সামনে মেসিহীন আর্জেন্টিনা
দিরিপোর্ট ডেস্ক : আগুয়েরো, ডি মারিয়া ও হিগুয়েন সবাই আছেন। তার পরও কি যেন নেই আর্জেন্টিনায়। আসলে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে লিওনেল মেসি। মঙ্গলবার তাকে ছাড়াই ইউরোপীয় দল বসনিয়া-হারজেগোভিনার বিপক্ষে প্রীতিম্যাচে খেলতে নামবে ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বসনিয়া। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচে হেরেছে তারা।
দলীয় মনোভাব চাঙ্গা থাকার পরও আর্জেন্টিনাকে সমীহ করছেন বসনিয়ার অধিনায়ক ইমির স্পাহিচ। তার মতে, খেলা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আশা করি, ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো করতে পারবো আমরা। মাঠে আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে দেবে।
ইমির আত্মবিশ্বাসী হওয়ার পেছনে দুটি কারণ আছে। ইনজুরিতে আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না মেসি। আর গত শুক্রবার ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। বসনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এটিই দুর্বল দিক আলেহান্দ্রো সাবেলার দলের।
যদিও এসব নিয়ে চিন্তিত নয় আর্জেন্টিনা শিবির। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ডি মারিয়ার বলেছেন, ‘মেসি ইনজুরিতে থাকলেও দলে কোনো সমস্যা নেই। আশা করি দ্রুতই সেরে উঠবে মেসি।’
(দিরিপোর্ট/সিজি/জেএম/নভেম্বর ১৮, ২০১৩)