চট্টগ্রাম বন্দরে আগুনে লরি পুড়ে গেছে
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দর থানার দক্ষিণ হালিশহর মুন্সিপাড়া এলাকায় একটি লরি আগুনে পুড়ে গেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পথচারীর নিক্ষিপ্ত জ্বলন্ত সিগারেটে লরিতে আগুন লেগে যায় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
বন্দর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ফহলাত কুমার সিংহ জানান, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে লরিতে কোনো মালামাল ছিল না বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/কেএইচএস/কেএন/শাহ/এপ্রিল ২১, ২০১৪)