সিরিয়ার বিদ্রোহী নেতা আবদুল কাদির নিহত
দিরিপোর্ট ডেস্ক : সিরিয়ার শীর্ষ বিদ্রোহী নেতা আবদুল কাদির আল-সালেহ নিহত হয়েছেন। তিনি তাওহিদ ব্রিগেটের নেতা ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সকে তার দলের মুখপাত্র জানান, তিনি রবিবার রাতে মারা গেছেন।
এর আগে মঙ্গলবারে আলেপ্পোর কাছাকাছি বিদ্রোহীদের দখলে থাকা একটি বিমানবন্দরে সরকারি বাহিনীর বিমান আক্রমণে তিনি আহত হন।
সাবেক ব্যবসায়ী আবদুল কাদির আল-সালেহ হাজি মারিয়া নামে পরিচিত ছিলেন। আগের সপ্তাহে বলা হয়েছিল তিনি হাসপাতালে ভালো আছেন।
(দিরিপোর্ট/ডব্লিউএস/এএস/নভেম্বর ১৮, ২০১৩)