দিরিপোর্ট প্রতিবেদক: বিডি অটোকারসের অধিকাংশ উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সম্প্রতি পরিচালিত এক পরিদর্শন কার্যক্রম শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এমন পর্যবেক্ষন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিদর্শনকালে ডিএসই’র পরিদর্শক দল দেখতে পান যে, বিডি অটোকারসের তিন চাকা বিশিষ্ট সিএনজি চালিত বেবী ট্যাক্সির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এ ইউনিট ২০০১-২০০২ সালে বন্ধ হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে।

ডিএসই’র পরিদর্শক দল আরো দেখতে পান যে, বিডি অটোকারসের ইউনিট-৩ এর সিএনজি রূপান্তর কার্যক্রমও আশানুরুপ নয়। বর্তমানে বিডি অটোকারস ইউনিট-২ তে শুধুমাত্র সিএনজি রি-ফুয়েলিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া ৮০০ বর্গফুটের কোম্পানি প্রাঙ্গন এবং ১ হাজার বর্গফুটের অফিস কোম্পানির চেয়ারম্যান অন্য কোম্পানিকে ভাড়া দিয়েছেন।

দিরিপোর্ট/এইচকেবি/নভেম্বর ১৮, ২০১৩