সূচক ও লেনদেন বেড়েছে
দিরিপোর্ট প্রতিবেদক : সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে সোমবার দেশের উভয় পুঁজিবাজারে দিনের লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে একটানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার।
দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক রেখা ঊর্ধ্বমুখী ছিল। একই প্রবণতায় সামান্য উত্থান-পতনের মধ্য দিয়ে দিনভর লেনদেন চলতে থাকে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে।
সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৪২৭৯ পয়েন্টে স্থির হয়। দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৫৬ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে মোট ৪৯৮ কোটি ৯৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। অর্থাৎ সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৮১ কোটি ৯৭ হাজার টাকা।
অপর পুঁজিবাজার সিএসইর সাধারণ মূল্য সূচক সোমবার দিনশেষে ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৩৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৭৪ লাখ টাকা। রবিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫২ কোটি ৪০ লাখ টাকা।
(দিরিপোর্ট/এইচকে/এমএআর/নভেম্বর ১৮, ২০১৩)