সবচেয়ে বড়ো ফ্রুট কেক নিকারাগুয়ায়
দিরিপোর্ট ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড়ো ফ্রুট কেক তৈরি করে গিনেস বুকে জায়গা করে নিল নিকারাগুয়া।
রাজধানী মানাগুয়ায় এক অনুষ্ঠানে গিনেস অর্গানাইজেশনের ল্যাটিন আমেরিকান প্রতিনিধি রালফ হান্নাহ নিকারাগুয়ার গিনেসভুক্ত হওয়ার এ খবর জানান।
নিকারাগুয়ার শিক বেকারি দুইদিন ধরে পাঁচশ মিটার জায়গা জুড়ে থাকা বিশাল এই কেকটি তৈরি করে। ১৪,৪৫৪ কিলোগ্রাম (৩১ হাজার ৮৬৫ পাউন্ড) ওজনের কেকটি তৈরি করতে ৬০ হাজার ডিম ব্যবহার করা হয়। এছাড়া কেকটি তৈরিতে ৪৫ কেজি ওজনের ৬৫ ব্যাগ ময়দা ও চিনি, প্রচুর পরিমাণ পেয়ারা ও আনারসের জ্যাম ও ৭৫ ঝুড়ি মিষ্টি ফল ব্যবহার করা হয়।স্থানীয় অসুস্থ শিশুদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে কেকটি তৈরি করা হয়। রবিবার প্রায় তিনশ শিশু কেকটির আশেপাশে জড়ো হয়ে অর্থ সংগ্রহ করে।
কেক কিনতে হাজার হাজার মানুষ লাইন ধরে জড়ো হয়। কেকটির এক ক্রেতা গেমা রিয়াস বলেন,
‘ কেকটি সত্যিই সুস্বাদু।’
কেকটির বড়ো আকারের এক টুকরোর দাম ধরা হয় ০.৮০ ডলার। সূত্র: এএফপি
(দিরিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ১৮, ২০১৩)