অপু বিশ্বাসের জম্মদিন
![](https://bangla.thereport24.com/article_images/Opu-Biswash1.jpg)
ছোটবেলাতেই নাচে হাতেখড়ি বুলবুল ললিতকলা একাডেমীতে। তারপর শিল্পকলা একাডেমি এবং সবশেষে নৃত্যাঞ্চল। ক্লাস নাইনে পড়াকালীন সময়ে নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় তিনি প্রথম হন।
২০০৪ সালে বরেণ্য পরিচালক আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। সে ছবিতে তিনি শাবনূরের বান্ধবী চরিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়ে যায়। অপু বিশ্বাস অভিনীত ৫০টি ছবির মধ্যে ৪০টিতেই নায়ক শাকিব খান। এই জুটির অভিনীত ছবির মধ্যে পিতার আসন, চাচ্চু, দাদী মা, মিয়া বাড়ির চাকর, জন্ম তোমার জন্য, মায়ের হাতে বেহেশতের চাবি, দেবদাস, মাই নেম ইজ খান উল্লেখযোগ্য।
বেশ কয়েক মাস চলচ্চিত্র থেকে দূরে থাকার পর সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন কয়েকটি ছবিতে। এরমধ্যে তিনি জাকির হোসেন রাজুর মনের মতো মানুষ পাইলাম না, বদিউল আলম খোকনের রাজা হ্যান্ডসাম এবং ওয়াকিল আহমেদের শোধ উল্লেখযোগ্য।
(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/অক্টোবর ১১, ২০১৩)