দিরিপোর্ট ডেস্ক: আসন্ন অ্যাশেজে মাঠে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের। ইঞ্জুরির কারণে পুনর্বাসনে থাকা ওয়াটসন খুব দ্রুতই সেরে উঠছেন বলে জানিয়েছেন দলের ফিজিও অ্যারেক্স কুন্টনরিয়াস।

চারদিন আগে অ্যালেন বর্ডার মাঠে বোলিং করেছেন ওয়াটসন। পুনর্বাসনে থাকাকালীন সময়ে এবারই প্রথম পূর্ণ রানআপে বল করলেন তিনি। আর এ কারণে দলের ফিজিও আসন্ন অ্যাশেজে তার থেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

অ্যারেক্স কুন্টনরিয়াসের সঙ্গে টিম ম্যানেজমেন্টও ওয়াটসনের খেলার ব্যাপারে সমানভাবে আশাবাদ ব্যক্ত করেছেন। ওয়াটসনকে পেলে দল আরও শক্তিশালী হবে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে, ইঞ্জুরিতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা ওয়াটসনকে সপ্তাহ খানেক বিশ্রাম নিতে বলেন। ১০ দিন বিশ্রামের পর ওয়াটসন রানিং শুরু করেন এবং এখন তিনি পূর্ণ রানআপে বোলিং করেছেন।

সবকিছু ঠিক থাকলে আসন্ন অ্যাশেজের প্রথম টেস্টে মাঠে দেখা যেতে পারে বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডারকে।

(দিরিপোর্ট/এমআই/এনডিএস/নভেম্বর ১৮,২০১৩)