মিরসরাইয়ে প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস!
চট্টগ্রাম অফিস : মিরসরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার সব বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সারাদেশের মতো মিরসরাই উপজেলায়ও অনুষ্ঠিত হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি উদ্বিগ্ন অভিভাবকরাও।
এতে উপজেলার ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪১ হাজার ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
নীতিমালা লঙ্ঘন করে প্রশ্নপত্র বণ্টন ও শিক্ষা কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র পৌঁছে গেছে। অভিযোগের সত্যতা পেয়ে শিক্ষা কর্মকর্তাকে পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন বলেন, ‘শিক্ষা কর্মকর্তার অবহেলার কারণে প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়েছি। তাই পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছি।’
অভিযোগের সত্যতা স্বীকার করে শিক্ষা কর্মকর্তা শাহ মো. ইকবাল মনসুর বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এখানকার নিয়ম-কানুন জানি না। আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আগামীতে নীতিমালার মাধ্যমে প্রশ্নপত্র বিতরণ করব।’
(দ্য রিপোর্ট/কেএইচকে/এসবি/সা/এপ্রিল ২২, ২০১৪)