দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে। ১৮ অক্টোবর থেকে আবার এর কার্যক্রম চালু হবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আসন্ন দুর্গোৎসবের জন্য ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এবং ঈদুল আজহার জন্য ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ পথে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

আগামী ১৮ অক্টোবর আবার বন্দরের কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. খাজামুদ্দিন বলেন, দুর্গাপূজা ও ঈদে দুই দেশের আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ১১, ২০১৩)