শ্রীলঙ্কা টোয়েন্টি২০ দলে প্রসন্ন-রামিথ
দিরিপোর্ট ডেস্ক : টোয়েন্টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২ ম্যাচের এই সিরিজে ডাক পেয়েছেন শিক্ষুগে প্রসন্ন ও রামিথ রাম্বুকওয়েল্লা। দুই জনই অলরাউন্ডার। দল থেকে বাদ পরেছেন ওপেনার ডিমুথ কারুনারাত্নে এবং স্পিনার রাঙ্গানা হেরাথ।
গত মার্চে বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ডার রাম্বুকওয়েল্লা দলে ছিলেন। কিন্তু কোনো ম্যাচ থেলতে পারেননি। অপরদিকে ২০১২ সালে দেশের হয়ে একটি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলেছেন প্রসন্ন। গত অক্টোবরে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তারা দুই জনই ভালো বোলিং করেছিলেন। পারফরমেন্সের ভিত্তিতেই তারা সুযোগ পেয়েছেন।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ শেষ হয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ১৯ নভেম্বর পাল্লেকেলেতে প্রথম টুয়েনটি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্কোয়াড : দিনেশ চান্দিমাল(অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, মালেহা জয়াবর্ধনে, তিলকারত্মে দিলশান, কুশাল পেরেরা, অ্যাঞ্জেলা ম্যাথুস, লাহেরু থিরিমান্নে, সচিত্র সেনানায়েক, আজান্তা ম্যান্ডিস, শিক্ষুগে প্রসন্ন, রামিথ রাম্বুকওয়েল্লা, সুরানজা লাকমাল, তিসারা পেরেরা ও নুয়ান কুলসেকারা।
(দিরিপোর্ট২৪/এমআই/এএস/নভেম্বর ১৮,২০১৩)